ঈশ্বর কোথাও লুকিয়ে নেই, সব খানে সুধু তিনিই আছে।। জগতে তার মত প্রকাশিত আর কিছু নেই।কিন্তু আমারা চোখ বন্ধ করে কানামাছি ভো ভো খেলছি।।
এতে ঈশ্বরের কিছুই আসে যায় না, কারন তার কোন চাওয়া,পাওয়া,আশা কিছুই নেই তাই দুক্ষ, সুখ,ও নেই।।
আশা,ইচ্ছা,চাওয়া,বাসনা,রাগ,দুক্ষ,খুশি,চিন্তা,তোষামোদ এ খুশি,অমান্য তে রাগ,ধার্মিক অধার্মিকের মাঝে ভেদ এগুলো মানুষের বাসনা যুক্ত মনের বৃত্তি,ঈশ্বরের নয়।।
তিনি কারো থেকেই কিছু চান না,তাকে মান্য বা অমান্য করাতেও তার কিছুই যায় আসে না।।
তিনি সুধু প্রেম দিয়ে যান,আস্তিক নাস্তিক বিচার করেন না।
"তিনি কারো মুখাপেক্ষী নন"
তার সমকক্ষ আর কিছু নেই।।
-Apon Anand